
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন মানিক খালী বাজারে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে কটিয়াদীর মানিক খালীতে নির্বাচনি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলার সাবেক চেয়ারম্যান ও কটিয়াদী উপজেলা নির্বাচন পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর, চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম রতন মিয়া, ভজন চন্দ্র সরকার, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক চান্দপুর ইউনিয়ন আওয়ামী, আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক চান্দ্পুর ইউনিয়ন ছাত্রলীগ, সিনিয়র শিক্ষক মোঃ আজহারুল হক রানা, হযরত মিয়া চান্দ শাহ্ উচ্চ বিদ্যালয়, সাংবাদিক মোঃ ওয়াহিদ, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই, চান্দ্পুর শেখেরপাড়া, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন গোলিয়া পাড়া, মোঃ নুরুল হক, মোঃ ফিরোজ মিয়া, মোঃ শিপন মিয়া, মোঃ মুজিবুর রহমান চান্দ্পুর ইউনিয়ন ওয়ার্ড সহ-সভাপতি, সেকের পাড়ার, মোঃ মল্লিক মিয়া, চান্দ্পুর ইউনিয়ন সমাজসেবক, সাইফুল মিয়া, বনিক সমিতির সভাপতি মানিকখালী বাজার, মোঃ সোহেল চান্দ্পুর আওয়ামী লীগ।
এ সময় চান্দ্পুর ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত থেকে কটিয়াদী উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ বীর মুক্তিযোদ্ধা লায়ন আলী আকবর কে নির্বাচনে আসার জন্য আশ্বাস দেন।
মুক্তির লড়াই ডেস্ক : 
























