সরকার জামাল
কদমতলীতে নুরুল ইসলাম স্বপন নামে এক যুবকের দুচোখ উপড়ে দেয়ার চেষ্টা করেন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা। গত ১১-০৬-২০২৪ ইন্ রোজ সোমবার জুরাইন চেয়ারম্যান বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
আহত স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৮-৯ জন কে আসামি করে কদমতলী থানা একটি মামলা করেন। মামলার এজাহারে জানাজায় যে সোমবার দুপুরে স্বপন তার স্ত্রীকে নিয়ে জুরাইন কলেজ রোডের বাসা থেকে বের হয়ে ইকোরিয়া বিআরটি অফিসে যাচ্ছিলেন, পথে জুরাইন চেয়ারম্যান বাড়ির মোড়ে মাদক সম্রাট শুক্কুর, দীপু, মাসুম,জাফর, বক্কর সহ একদল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চুরি চাকু চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপাতে থাকে এবং এ সময় চাক্কু দিয়ে স্বপনের দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করে, তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করে জখম করে। শুক্কুর দীপু ও মাসুম,জাফর এবং বক্কর এর বিরুদ্ধে কদমতলী থানা সহ বিভিন্ন থানা হত্যা,মাদক, ডাকাতি চেষ্টা সহ তাদের বিরুদ্ধে ৮ থেকে ১০ টি মামলা রয়েছেন, সূত্রে জানা যায় কদমতলী থানা পুলিশ এই মামলা আসামিদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেন নি।