
তুমি কি জানো
প্রিয়াঙ্কা নিয়োগী, ভারত
তুমি কি জানো!
তোমার মুখে সেই উদ্দীপ্ততা আছে,
যা প্রকাশ পেলে,
সবার মুখ উদ্দীপ্ত হবে।
তুমি কি জানো!
তোমার কন্ঠস্বরে,
মানুষের শান্তি ও মিষ্টতা,
প্রফুল্ল হওয়ার মশলা আছে।
তুমি কি জানো!
তোমার চলা ফেরাতে,
সুগন্ধি ছড়ায় চারিদিকে।
তুমি কি জানো!
তোমার কাজে আছে,
উজ্জ্বল দৃষ্টান্তে,
ঘুম ভাঙানো নিশি যাপনের উৎসর্গে।
তুমি কি জানো!
তোমার হাসিতে আছে,
মন্ত্র জগৎ হাসানোতে,
হাসির রাজ্য দাও ছড়িয়ে।
তুমি কি জানো!
জাদু তোমার বাক্যে,
মানুষের কষ্ট দুঃখ মোছে।
তুমি কি জানো,
নিজেকে রাখো যেভাবে,
তোমাকে দেখলে,
প্রকৃতির দোলা হৃদয়ে,
মানুষের আনন্দ লাগে।
মুক্তির লড়াই ডেস্ক : 
























