ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ডের জোনাল অফিস দুর্নীতির আখড়া Logo বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ১১ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা Logo টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক পাচারকারী আটক Logo শেরপুরে ১ বছর সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী গ্রেফতার Logo ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন Logo বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo এক ক্ষেতে বহু ফসল: ইউনান লং চিয়াং উপজেলার সবুজ উন্নয়ন Logo তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি, চীনের তীব্র নিন্দা Logo কালীগঞ্জে এলজিইডি’র সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ Logo ঢাকায় চীনা চলচ্চিত্র ‘স্নো লেপার্ড’ এর প্রদর্শনী

কবিদের কবিতায়

কবিদের কবিতায়
সেন্টু রঞ্জন চক্রবর্তী

কবিদের কবিতায়
কতো কিছু থাকে যে,
রং নাই তুলি নাই
নানা ছবি আঁকে সে।

উড়ে যায় বহুদূরে
ভাবনার পাখাতে,
দিনরাত কিছু নাই
লিখালিখি খাতাতে।

মানুষের বুকে যতো
থাকুকনা কষ্ট,
কবিদের কবিতায়
ফুটে তা স্পষ্ট।

ভালোবাসা তুলে ধরে
পদ্যের ছন্দে,
বিরহটা গদ্যে
বেশি লিখে দ্বন্দে।

বিয়োগের ব্যাথা যতো
কষ্টের যাতনা,
শব্দের ঔষধি
মুছে দেয় বেদনা।

কবিদের কবিতা
কথা বলে দাঁড়িয়ে,
কেউ পড়ে কেউ ছিঁড়ে
কেউ যায় মাড়িয়ে।

ঘর তার পর হয়
পর হয় আপনার,
নীল বিষ পান করে
শেষ নেই ভাবনার।

মানুষেরা পারেনা যা
মুখ খুলে বলতে,
কাঁটা পথে পারে কবি
নির্দ্বিধায় চলতে।

মানুষের কথা ভেবে
নিজেরে দেয় বিলিয়ে,
অর্থ আর বিত্তের
লোভ লালসা ছাড়িয়ে।

কবিদের কবিতায়
বাদ কিছুই যায়না,
কবি শুধু কবিই নয়
সমাজের আয়না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ডের জোনাল অফিস দুর্নীতির আখড়া

SBN

SBN

কবিদের কবিতায়

আপডেট সময় ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

কবিদের কবিতায়
সেন্টু রঞ্জন চক্রবর্তী

কবিদের কবিতায়
কতো কিছু থাকে যে,
রং নাই তুলি নাই
নানা ছবি আঁকে সে।

উড়ে যায় বহুদূরে
ভাবনার পাখাতে,
দিনরাত কিছু নাই
লিখালিখি খাতাতে।

মানুষের বুকে যতো
থাকুকনা কষ্ট,
কবিদের কবিতায়
ফুটে তা স্পষ্ট।

ভালোবাসা তুলে ধরে
পদ্যের ছন্দে,
বিরহটা গদ্যে
বেশি লিখে দ্বন্দে।

বিয়োগের ব্যাথা যতো
কষ্টের যাতনা,
শব্দের ঔষধি
মুছে দেয় বেদনা।

কবিদের কবিতা
কথা বলে দাঁড়িয়ে,
কেউ পড়ে কেউ ছিঁড়ে
কেউ যায় মাড়িয়ে।

ঘর তার পর হয়
পর হয় আপনার,
নীল বিষ পান করে
শেষ নেই ভাবনার।

মানুষেরা পারেনা যা
মুখ খুলে বলতে,
কাঁটা পথে পারে কবি
নির্দ্বিধায় চলতে।

মানুষের কথা ভেবে
নিজেরে দেয় বিলিয়ে,
অর্থ আর বিত্তের
লোভ লালসা ছাড়িয়ে।

কবিদের কবিতায়
বাদ কিছুই যায়না,
কবি শুধু কবিই নয়
সমাজের আয়না।