ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কবিদের কবিতায়

কবিদের কবিতায়
সেন্টু রঞ্জন চক্রবর্তী

কবিদের কবিতায়
কতো কিছু থাকে যে,
রং নাই তুলি নাই
নানা ছবি আঁকে সে।

উড়ে যায় বহুদূরে
ভাবনার পাখাতে,
দিনরাত কিছু নাই
লিখালিখি খাতাতে।

মানুষের বুকে যতো
থাকুকনা কষ্ট,
কবিদের কবিতায়
ফুটে তা স্পষ্ট।

ভালোবাসা তুলে ধরে
পদ্যের ছন্দে,
বিরহটা গদ্যে
বেশি লিখে দ্বন্দে।

বিয়োগের ব্যাথা যতো
কষ্টের যাতনা,
শব্দের ঔষধি
মুছে দেয় বেদনা।

কবিদের কবিতা
কথা বলে দাঁড়িয়ে,
কেউ পড়ে কেউ ছিঁড়ে
কেউ যায় মাড়িয়ে।

ঘর তার পর হয়
পর হয় আপনার,
নীল বিষ পান করে
শেষ নেই ভাবনার।

মানুষেরা পারেনা যা
মুখ খুলে বলতে,
কাঁটা পথে পারে কবি
নির্দ্বিধায় চলতে।

মানুষের কথা ভেবে
নিজেরে দেয় বিলিয়ে,
অর্থ আর বিত্তের
লোভ লালসা ছাড়িয়ে।

কবিদের কবিতায়
বাদ কিছুই যায়না,
কবি শুধু কবিই নয়
সমাজের আয়না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কবিদের কবিতায়

আপডেট সময় ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

কবিদের কবিতায়
সেন্টু রঞ্জন চক্রবর্তী

কবিদের কবিতায়
কতো কিছু থাকে যে,
রং নাই তুলি নাই
নানা ছবি আঁকে সে।

উড়ে যায় বহুদূরে
ভাবনার পাখাতে,
দিনরাত কিছু নাই
লিখালিখি খাতাতে।

মানুষের বুকে যতো
থাকুকনা কষ্ট,
কবিদের কবিতায়
ফুটে তা স্পষ্ট।

ভালোবাসা তুলে ধরে
পদ্যের ছন্দে,
বিরহটা গদ্যে
বেশি লিখে দ্বন্দে।

বিয়োগের ব্যাথা যতো
কষ্টের যাতনা,
শব্দের ঔষধি
মুছে দেয় বেদনা।

কবিদের কবিতা
কথা বলে দাঁড়িয়ে,
কেউ পড়ে কেউ ছিঁড়ে
কেউ যায় মাড়িয়ে।

ঘর তার পর হয়
পর হয় আপনার,
নীল বিষ পান করে
শেষ নেই ভাবনার।

মানুষেরা পারেনা যা
মুখ খুলে বলতে,
কাঁটা পথে পারে কবি
নির্দ্বিধায় চলতে।

মানুষের কথা ভেবে
নিজেরে দেয় বিলিয়ে,
অর্থ আর বিত্তের
লোভ লালসা ছাড়িয়ে।

কবিদের কবিতায়
বাদ কিছুই যায়না,
কবি শুধু কবিই নয়
সমাজের আয়না।