ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক নায়েব আলী’র মৃত্যু Logo ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা নিজস্ব অর্থায়নের বলদী গ্রামের বেহাল রাস্তা গুলো পূর্ণ সংস্কারের কাজ শুরু করেন Logo সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া জসিম উদ্দিনকে সংবর্ধনা Logo মুরাদনগরে খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল Logo বুড়িচং বাকশীমূল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা Logo সিলেট জেলা যুবদলের নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ Logo ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি Logo বরুড়ার দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার ৫৪ তম বার্ষিক বড় খতম ও দোয়া অনুষ্ঠিত

কবি ড. বিপ্লব মন্ডল এর ‘অন্ধকারের শব্দেরা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

শুক্রবার বিকেল ৪টায় রাজধানী ঢাকার অমর একুশে গ্রন্থমেলায় পশ্চিমবঙ্গের কবি বিপ্লব মন্ডল এর ‘অন্ধকারের শব্দেরা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী, কবি মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক,৷ কণ্ঠশিল্পী সচ্চিদানন্দ, কবি দেবব্রত চক্রবর্তী, কবি তৌহিদুল ইসলাম কনক, কবি সোহেলী মল্লিক প্রমুখ। কবি ড. বিপ্লব মন্ডল পেশায় একজন শিক্ষক। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে পিআরএমস মহাবিদ্যালয়ে বাংলা বিভাগে কর্মরত রয়েছেন। তিনি ভারত বাংলাদেশ সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক ও আন্তঃ বাংলা মৈত্রী মঞ্চ এর নির্বাহী পরিচালক (ভারত)। বাংলাদেশে তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘অন্ধকারের শব্দেরা’। গ্রন্থ সম্পর্কে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘বিপ্লব মন্ডলের প্রতিটি অনুকবিতাই অসাধারণ ‘। কবি আসলাম সানী বলেন, ‘বিপ্লব মন্ডল প্রতিবাদী কবি। এ কাব্যগ্রন্থে তিনি নিজেকে সেভাবেই মেলে ধরেছেন’। আচার্য তামিজী স্যার বলেন, ‘চিরস্বপ্নচারী কবি বিপ্লব মন্ডল কখনো কখনো দ্রোহের সঙ্গে একসুতোয় বাঁধা পড়েন অবলীলায়। তার তীর্যক প্রতিবাদ, শ্লেষ ও হতাশার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় ‘অন্ধকারের শব্দেরা’ কাব্যগ্রন্থে। এ গ্রন্থের প্রতিটি কবিতাই অসাধারণ।
‘শকুনেরা বসে আছে/স্যুট বুট পরে/চাষার ব্যাটা কবিতা কাঁধে চলেছে সন্তর্পণে!! …কবির বোধ পাঠককে ভাবনার অতলে নিয়ে যায়। ফিরে এসে রয়ে যায় দীর্ঘশ্বাস। আমি কবির মধ্যে অপার সম্ভাবনা দেখি। কাব্যাকাশে বেঁচে থাকার অনেক উপলক্ষ্য দেখি, যথেষ্ট কারণও দেখি। কাব্যগ্রন্থটি পাঠকনন্দিত হবে, এটাই আমার বিশ্বাস’। সাহিত্য একাদেমি পুরস্কারপ্রাপ্ত কবি গৌরব চক্রবর্তী বলেছেন, ‘যেখানে “ভালোবাসা খোঁজা জীবাশ্মের সামিল” সেখানে দাঁড়িয়েও যে কবি বলতে পারে “তোমার ঝলসানো হৃদয় দিয়ে চলো ইমারত গড়ি”– তার কবিতা পড়ে দেখতে ইচ্ছে হয়।
” অন্ধকারের শব্দেরা” বইয়ের ছোট ছোট কবিতার ভেতর শায়িত রয়েছে জীবনবোধ, আত্মোপলব্ধি– ভালো লাগল।’
অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক বলেন, ‘ বিপ্লব মন্ডলের কাব্যপ্রতিভা অসাধারণ ‘। দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি অশোক ধর বলেন, ‘ এটি অনুকবিতার বই। গ্রন্থটি সুখপাঠ্য ‘।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক নায়েব আলী’র মৃত্যু

SBN

SBN

কবি ড. বিপ্লব মন্ডল এর ‘অন্ধকারের শব্দেরা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট সময় ১২:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

শুক্রবার বিকেল ৪টায় রাজধানী ঢাকার অমর একুশে গ্রন্থমেলায় পশ্চিমবঙ্গের কবি বিপ্লব মন্ডল এর ‘অন্ধকারের শব্দেরা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী, কবি মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক,৷ কণ্ঠশিল্পী সচ্চিদানন্দ, কবি দেবব্রত চক্রবর্তী, কবি তৌহিদুল ইসলাম কনক, কবি সোহেলী মল্লিক প্রমুখ। কবি ড. বিপ্লব মন্ডল পেশায় একজন শিক্ষক। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে পিআরএমস মহাবিদ্যালয়ে বাংলা বিভাগে কর্মরত রয়েছেন। তিনি ভারত বাংলাদেশ সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক ও আন্তঃ বাংলা মৈত্রী মঞ্চ এর নির্বাহী পরিচালক (ভারত)। বাংলাদেশে তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘অন্ধকারের শব্দেরা’। গ্রন্থ সম্পর্কে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘বিপ্লব মন্ডলের প্রতিটি অনুকবিতাই অসাধারণ ‘। কবি আসলাম সানী বলেন, ‘বিপ্লব মন্ডল প্রতিবাদী কবি। এ কাব্যগ্রন্থে তিনি নিজেকে সেভাবেই মেলে ধরেছেন’। আচার্য তামিজী স্যার বলেন, ‘চিরস্বপ্নচারী কবি বিপ্লব মন্ডল কখনো কখনো দ্রোহের সঙ্গে একসুতোয় বাঁধা পড়েন অবলীলায়। তার তীর্যক প্রতিবাদ, শ্লেষ ও হতাশার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় ‘অন্ধকারের শব্দেরা’ কাব্যগ্রন্থে। এ গ্রন্থের প্রতিটি কবিতাই অসাধারণ।
‘শকুনেরা বসে আছে/স্যুট বুট পরে/চাষার ব্যাটা কবিতা কাঁধে চলেছে সন্তর্পণে!! …কবির বোধ পাঠককে ভাবনার অতলে নিয়ে যায়। ফিরে এসে রয়ে যায় দীর্ঘশ্বাস। আমি কবির মধ্যে অপার সম্ভাবনা দেখি। কাব্যাকাশে বেঁচে থাকার অনেক উপলক্ষ্য দেখি, যথেষ্ট কারণও দেখি। কাব্যগ্রন্থটি পাঠকনন্দিত হবে, এটাই আমার বিশ্বাস’। সাহিত্য একাদেমি পুরস্কারপ্রাপ্ত কবি গৌরব চক্রবর্তী বলেছেন, ‘যেখানে “ভালোবাসা খোঁজা জীবাশ্মের সামিল” সেখানে দাঁড়িয়েও যে কবি বলতে পারে “তোমার ঝলসানো হৃদয় দিয়ে চলো ইমারত গড়ি”– তার কবিতা পড়ে দেখতে ইচ্ছে হয়।
” অন্ধকারের শব্দেরা” বইয়ের ছোট ছোট কবিতার ভেতর শায়িত রয়েছে জীবনবোধ, আত্মোপলব্ধি– ভালো লাগল।’
অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক বলেন, ‘ বিপ্লব মন্ডলের কাব্যপ্রতিভা অসাধারণ ‘। দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি অশোক ধর বলেন, ‘ এটি অনুকবিতার বই। গ্রন্থটি সুখপাঠ্য ‘।