
“কলম সেনা”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ
বিভিন্ন সেনাবাহিনী, বিশ্বে কর্মরত,
একমাত্র কলম সেনা,নিয়ত জাগ্রত,
চোখ কান খোলা রেখে,লেখে নিয়মিত,
বাহিনীর ঘুম কাড়ে, শাসক বিব্রত।
জলে স্থলে অন্তরীক্ষে, কলমের ব্রত,
শরীরে কালি ছিটিয়ে, অসভ্যে বিক্ষত,
কলমে খুঁচিয়ে বিদ্ধ, শাস্তি হতাহত,
বিচারে লাল কালিতে, ফাঁসিতে সনাক্ত।
সারদার বরপুত্র,শরকাঠি ভক্ত,
সংবিধান সৃষ্টি, কলমে রচিত,
বাধা বিপত্তি উপেক্ষা,সাহসে বিখ্যাত,
কলমের আগুয়ানে, পৃথিবী বিস্মিত।
কলম সেনার শক্তি, পৃথিবী বিদিত,
দিকে দিকে জয়গান, তার অবিরত।