
খুলনার রূপসার ঐতিহ্যবাহী কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান ২২ মার্চ বিকাল ৪ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
অনুষ্ঠানে অধ্যক্ষ খান মারুফুল হক (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানার ওসি তদন্ত মো: সিরাজুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মো:রেজাউল করিম, সহকারি মাধ্যমিক কর্মকর্তা গোলাম মোস্তফা।
প্রভাষক ফাল্গুনী মুখার্জির পরিচালনায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ম্যানেজার অজিত রায়,সহকারী অধ্যাপক অজিত সরকার, আনোয়ার হোসেন মিন্টু,সেলিম রেজা,বাসির আহমেদ লালু, মিলন দেবনাথ, প্রভাষক কল্যান রায়, মেজবা উদ্দীন খান সেলিম, অমেলেন্দু বিশ্বাস, সনজিব মজুমদার, মো: কামরুজ্জামান, শিক্ষক রতন দেবনাথ, আসাদুজ্জামান সরদার, আ:কাদের, মাওলানা ইমদাদুল হক, সেকেন্দার আলীসহ শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধনা এবং এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
খুলনা প্রতিনিধিঃ 



























