ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কানার হাতে কুড়াল

  • কৃষ্ণকান্ত বাউল
  • আপডেট সময় ০৫:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬২৬ বার পড়া হয়েছে

অজাতেরা জাতের খাতায়
বজ্জাতেরা সাথে,
নিজের গুন নিজে গায়
কীর্তন দিনে রাতে।

কানার হাতে কুড়াল এখন
মুর্খ্যের হাতে কলম,
যেথা খুশি সেথা লাগায়
বৈদ্যনাথের মলম।

চোর ডাকাতের মাথায় টিকি
শ্বেত চন্দনের ফোঁটা,
কেহ আবার সিঁদুর লাগায়
চরিত্রহীন বেটা।

মিথ্যা দিয়ে মন কেড়ে নেয়
ব্যাশ্যা যেমন কাড়ে,
ভালোবাসার কথা বলে
ধর্ষণ করে মারে।

কথা কাজে মিল থাকেনা
উল্টা চালায় রথ,
আমারা ভুলে চলতেই থাকি
ফুরায় না আর পথ।

আপলোডকারীর তথ্য

কুমিল্লায় জামায়াত ইসলামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

SBN

SBN

কানার হাতে কুড়াল

আপডেট সময় ০৫:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

অজাতেরা জাতের খাতায়
বজ্জাতেরা সাথে,
নিজের গুন নিজে গায়
কীর্তন দিনে রাতে।

কানার হাতে কুড়াল এখন
মুর্খ্যের হাতে কলম,
যেথা খুশি সেথা লাগায়
বৈদ্যনাথের মলম।

চোর ডাকাতের মাথায় টিকি
শ্বেত চন্দনের ফোঁটা,
কেহ আবার সিঁদুর লাগায়
চরিত্রহীন বেটা।

মিথ্যা দিয়ে মন কেড়ে নেয়
ব্যাশ্যা যেমন কাড়ে,
ভালোবাসার কথা বলে
ধর্ষণ করে মারে।

কথা কাজে মিল থাকেনা
উল্টা চালায় রথ,
আমারা ভুলে চলতেই থাকি
ফুরায় না আর পথ।