ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট Logo বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo দেশের বৃহত্তম নগরী চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণে কালক্ষেপন মেনে নেয়া হবে না-ক্যাব  Logo ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে ১ জনের কারাদণ্ড  Logo চীনের মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ প্রকল্প Logo বিশ্বের দক্ষিণাঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি কখনও কমবে না : চীনা প্রতিনিধি ফু ছুং Logo চীনে প্রবেশ ও প্রস্থানের পরিমাণ ৪৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo চীনের বৈদেশিক বাণিজ্য নতুন রেকর্ড Logo চীন-গ্রেনাডা সম্পর্ক দুই দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ: সি Logo বরুড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

মোঃ নাজমুল হোসেন এমন মহানগর প্রতিনিধি, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম আবুল বাশার (৩৬)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন জানা গেছে।

গতকাল সোমবার দুপুরে আবুল বাশারকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি অসুস্থ হলেন, কেন তাকে হাসপাতালে আনা হয়েছে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

আবুল বাশারের পরিবারের দাবি, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। ২৬ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। তার পর থেকে তিনি কেরনীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আবুল বাশার কীভাবে মারা গেলেন, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

আবুল বাশারের স্ত্রী সোমা বেগম বলেন, ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের এক দিন আগে পুলিশ আবুল বাশারকে গ্রেফতার করে। আজ দুপুরে খবর পাই, বাশার অসুস্থ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমা বেগম বলেন, হাসপাতালে এসে দেখি, বাশার মারা গেছেন। হাসপাতাল থেকে বলা হয়েছে, স্ট্রোক করে মারা গেছেন আবুল বাশার।

আবুল বাশারের কোনো রোগ ছিল না দাবি করে তিনি বলেন, বাশারের মৃত্যু কীভাবে হলো, এর সঠিক তদন্ত করতে হবে।

পরিবার জানায়, আবুল বাশারের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। মালিবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। পেশায় চা–বিক্রেতা বাশার বিএনপির রাজনীতিও করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য আবুল বাশারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট

SBN

SBN

কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০১:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

মোঃ নাজমুল হোসেন এমন মহানগর প্রতিনিধি, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম আবুল বাশার (৩৬)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন জানা গেছে।

গতকাল সোমবার দুপুরে আবুল বাশারকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি অসুস্থ হলেন, কেন তাকে হাসপাতালে আনা হয়েছে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

আবুল বাশারের পরিবারের দাবি, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। ২৬ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। তার পর থেকে তিনি কেরনীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আবুল বাশার কীভাবে মারা গেলেন, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

আবুল বাশারের স্ত্রী সোমা বেগম বলেন, ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের এক দিন আগে পুলিশ আবুল বাশারকে গ্রেফতার করে। আজ দুপুরে খবর পাই, বাশার অসুস্থ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমা বেগম বলেন, হাসপাতালে এসে দেখি, বাশার মারা গেছেন। হাসপাতাল থেকে বলা হয়েছে, স্ট্রোক করে মারা গেছেন আবুল বাশার।

আবুল বাশারের কোনো রোগ ছিল না দাবি করে তিনি বলেন, বাশারের মৃত্যু কীভাবে হলো, এর সঠিক তদন্ত করতে হবে।

পরিবার জানায়, আবুল বাশারের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। মালিবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। পেশায় চা–বিক্রেতা বাশার বিএনপির রাজনীতিও করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য আবুল বাশারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।