ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় সয়তানের নিঃস্বাস মুখে দিয়ে দেড় লাখ টাকা নিয়ে ২ প্রতারক উদাও Logo ৩ দফা দাবিতে বালিয়াডাঙ্গীতে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ Logo খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার রক্ষা করতে হবে – কৃষিবিদ শামীমুর রহমান Logo জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটের দাবি ইসলামী আন্দোলনের Logo রাঙামাটিতে ভূমি কমিশন বৈঠক স্থগিতের দাবী পিসিসিপি’র Logo শাহরাস্তিতে যুবলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান সোহাগ আটক Logo কুমিল্লা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন Logo কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo মুরাদনগরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

মোঃ নাজমুল হোসেন এমন মহানগর প্রতিনিধি, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম আবুল বাশার (৩৬)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন জানা গেছে।

গতকাল সোমবার দুপুরে আবুল বাশারকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি অসুস্থ হলেন, কেন তাকে হাসপাতালে আনা হয়েছে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

আবুল বাশারের পরিবারের দাবি, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। ২৬ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। তার পর থেকে তিনি কেরনীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আবুল বাশার কীভাবে মারা গেলেন, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

আবুল বাশারের স্ত্রী সোমা বেগম বলেন, ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের এক দিন আগে পুলিশ আবুল বাশারকে গ্রেফতার করে। আজ দুপুরে খবর পাই, বাশার অসুস্থ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমা বেগম বলেন, হাসপাতালে এসে দেখি, বাশার মারা গেছেন। হাসপাতাল থেকে বলা হয়েছে, স্ট্রোক করে মারা গেছেন আবুল বাশার।

আবুল বাশারের কোনো রোগ ছিল না দাবি করে তিনি বলেন, বাশারের মৃত্যু কীভাবে হলো, এর সঠিক তদন্ত করতে হবে।

পরিবার জানায়, আবুল বাশারের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। মালিবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। পেশায় চা–বিক্রেতা বাশার বিএনপির রাজনীতিও করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য আবুল বাশারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় সয়তানের নিঃস্বাস মুখে দিয়ে দেড় লাখ টাকা নিয়ে ২ প্রতারক উদাও

SBN

SBN

কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০১:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

মোঃ নাজমুল হোসেন এমন মহানগর প্রতিনিধি, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম আবুল বাশার (৩৬)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন জানা গেছে।

গতকাল সোমবার দুপুরে আবুল বাশারকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি অসুস্থ হলেন, কেন তাকে হাসপাতালে আনা হয়েছে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

আবুল বাশারের পরিবারের দাবি, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। ২৬ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। তার পর থেকে তিনি কেরনীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আবুল বাশার কীভাবে মারা গেলেন, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

আবুল বাশারের স্ত্রী সোমা বেগম বলেন, ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের এক দিন আগে পুলিশ আবুল বাশারকে গ্রেফতার করে। আজ দুপুরে খবর পাই, বাশার অসুস্থ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমা বেগম বলেন, হাসপাতালে এসে দেখি, বাশার মারা গেছেন। হাসপাতাল থেকে বলা হয়েছে, স্ট্রোক করে মারা গেছেন আবুল বাশার।

আবুল বাশারের কোনো রোগ ছিল না দাবি করে তিনি বলেন, বাশারের মৃত্যু কীভাবে হলো, এর সঠিক তদন্ত করতে হবে।

পরিবার জানায়, আবুল বাশারের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। মালিবাগ এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। পেশায় চা–বিক্রেতা বাশার বিএনপির রাজনীতিও করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য আবুল বাশারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।