ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ পৌর ব্যবসায়িক সমিতির সদস্য শহরের মধুগঞ্জ বাজারের চিত্রা ইলেকটনিক্স এর মালিক সমিতির ৭নং মধুগঞ্জ বাজার রোডের ২০১নং কার্ডধারী সদস্য, শহরের নিশ্চিন্তপুর হাইস্কুল পাড়া নিবাসি বিশিষ্ট ইলেকটনিক্স ব্যবসায়ি বাবু শ্রী শ্যমল বসু (৬৮) গত বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বিদ্রেহী আত্মার শান্তি কামনা গত শুক্রবার কালিগঞ্জ পৌর ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে শহরে মাইকিং করে সকল ব্যবসায়ীদের অবগত করা হয় ও তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
কালিগঞ্জ পৌর ব্যবসায়িক সমিতির কার্য নির্বাহী পরিষদের সকলের উপস্থিত থেকে মৃত্যুকালীন শেষকৃয়া সম্পন্য করা জন্য ২০,০০০/= বিশ হাজার টাকা অর্থিক অনুদান তার পরিবারের কাছে প্রদান করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানানো হয়, এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ইন্তা, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব,সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচাল শিবু পদো বিশ্বাস সহ ব্যবসায়িক সমিতির সকল নেতৃবৃন্দ ও ব্যসায়ীরা।
মৃত্যু কালীন ভাতা প্রদান করার বিষয় কালিগঞ্জ পৌর ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ইন্তা জানান কালিগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচিত নতুন কমিটি হওয়ার পর সমিতির কল্যাণ ফান্ড খোলা হয়। কালিগঞ্জ পৌর ব্যবসায়িক সমিতির কল্যাণ ফান্ডে সমিতির সকল সাধারন সদস্য প্রতিমাসে ৬০ টাকা করে প্রদান করেন,আর ওই কল্যাণ ফান্ডের টাকা থেকে বিভিন্ন সামাজিক কাজগুলো করা হয়।
সংবাদ শিরোনাম
কালিগঞ্জ পৌর ব্যবসায়িক সমিতির মৃত্যু কালীন ভাতা প্রদান
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৮:৫৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- ৩৮৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ