টাঙ্গাইল প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সামাদের অপসরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কালিহাতী শিক্ষক সমাজ।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী উপজেলা চত্বরে সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশ গ্রহন এ-কর্ম সূচিতে উপজেলার সকল শিক্ষক একত্রিত হয়ে প্রতিবাদে সোচ্চার হন। উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলামানের নেতৃত্বে মানব বন্ধনে অংশ নিয়ে সংলিপ্ত সমাবেশে দাবি তুলে বক্তারা বলেন শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য শিক্ষার্থীদের ভাল পরিবেশ নিশ্চিত করতে মহা পরিচালকের
অপসারণ জরুরি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেক বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরহাদ আলী, আব্দুল আউয়াল খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিদুল ইসলাম, কালিহাতী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস.এম. গোলাম মোস্তফা প্রমুখ।