
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জে (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী পৃথক অভিযানে রফিকুল ইসলাম (৩০) কে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজা সহ মামুন আহমেদ তপন (৫৫) কে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ৩ সেপ্টম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া মোসেন এর মুদি দোকানের সামনে রফিকুল ইসলাম অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এর নির্দেশে উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জামাল উদ্দিন সহ সংগিয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার উত্তরখান থানার গোবিন্দপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ত্রিশ পিস ইয়াবা জব্দ করা হয়। রফিকুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত কালীগঞ্জ থানাধীন নাগরি সহ বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ১০(৪)২৫ নং মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে বিকালে জামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এর নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম, এবং এসআই মো. ইব্রাহিম শেখের সমন্বয়ে জামালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জামালপুর কলেজ সংলগ্ন এলাকার মৃত সিদ্দিক আহমেদ এর ছেলে মামুন আহমেদ তপনকে আটক করা হয়। পরে তার দোকান তল্লাশি করে একশত গ্রাম গাজা জব্দ করা হয়। সে জামালপুর কলেজ এর পাশে জোরপূর্বক সরকারী জমি দখল করে বাপের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য গাজা ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালীগঞ্জ থানায় ০৯(২)২৫ নং মামলা দায়ের করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আপনার এলাকায় মাদকের কোনো তথ্য থাকলে সরাসরি আমাকে জানান আপনার তথ্য গোপন রাখা হবে।