
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার যশোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে সকাল ১০ টায় শহরের মুক্তিযোদ্ধা কম্পেলেক্সের সামনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেসময় মাহমুদুর রহমান কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক আমার দেশের এবং বর্তমানে দৈনিক গ্রামের কাগজের কালীগঞ্জ প্রতিনিধি টিপু সুলতান, দৈনিক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন, দৈনিক যায়যায় দিনের ঝিনাইদহ প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কালীগঞ্জ প্রতিনিধি হাবিব ওসমান, বৈশাখি টিভির ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, জিটিভির ঝিনাইদহ প্রতিনিধি ওলিয়ার রহমান, দৈনিক মানবকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, দৈনিক কালের কন্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকার, দৈনিক ইনকিলাবের কালীগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান সোহাগ, দৈনিক বীর জনতা কালীগঞ্জ প্রতিনিধি বাবুল আক্তার, মোহনা টিভির ঝিনাইদহ প্রতিনিধি সোহেল আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি এম এ লিতু, নাগরিক টিভির ঝিনাইদহ প্রতিনিধি মিশন আলী প্রমুখ। পরে মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জামায়াত ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার আমির ওলিয়ার রহমান।
উল্লেখ্য, মাহমুদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রার সময় সময়িক যাত্রাবিরতিতে কালীগঞ্জে কর্মরত সাংবাদিক ও বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 



























