ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিহিংসা নয় প্রতিযোগিতা, রাজনীতি হোক ঐক্য ভিত্তিক Logo ডানপন্থী উসকানির বিরুদ্ধে তদন্ত দাবি বেইজিংয়ের Logo তাইওয়ান নিয়ে জাপান সরকারের নীতি প্রশ্নবিদ্ধ Logo রাজশাহীর জজ পরিবারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে গাইবান্ধায় আইনজীবীদের মানববন্ধন Logo ব্রাহ্মণপাড়ায় বসত ঘর হতে ১২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার Logo হাওরের বুক চিরে অবৈধ বিট বালু উত্তোলন Logo কুমিল্লা বোর্ডে এইচএসসির খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস ১০৮ জন Logo কোনো মহলের ষড়যন্ত্রে জাতীয় নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে Logo ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে খুদে প্রকৌশলী আল সিয়ামের অনন্য প্রতিভা

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের শাহজাহান আলী ও আদুরি বেগমের একমাত্র সন্তান আল সিয়াম। ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত ১১ বছর বয়সি আল সিমায় নিজ মেধা খাটিয়ে তৈরী করেছে বাস, ট্রাক, ট্রকটার, ডামট্রাক, মিনিবাস,রোবটসহ নানা খেলনা যানবাহন। কিশোর সিমায়ের এ প্রতিভাতে মুগ্ধ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবাই। সরেজমিনে সিয়ামের বাড়িতে যেয়ে দেখা যায়, আড়পাড়া গ্রামে শাহজাহান আলী নিজ বাড়িতে ছোট একটি ব্রইলার মুরগির খামার গড়ে তুলেছেন। তিনি কোম্পানীতে চাকুরিরত থাকায় খামারটি দেখাশোনা করেন তার স্ত্রী আদুরি বেগম। এ খামারের পাশেই তাদেরএকমাত্র সন্তান আল সিয়ামের নিজস্ব ছোট্ট গবেষণাগার। তার এ গবেষণাগারে রয়েছে নানা ধরনের স্বল্প মূল্যের বৈদ্যতিক যন্ত্রপাতি। আল সিয়াম এ ঘরে বসেই তৈরী করেছে রোবট, স্মার্ট বাসসহ একাধিক ছোটো বড় যানবাহন। এ সময় দেখা যায় , আল সিয়ামের তৈরী রোবট তার কথার উত্তর দিচ্ছে সাবলিলভাবে।

খুদে প্রকৌশলী আল সিয়াম এই প্রতিবেদককে জানায়, আমি স্মার্ট বাস, ট্রাক, রোবটসহ একাধিক যন্ত্র তৈরী করেছি ল। আমার তৈরী রোবট আমার বানানো ডিভাইস দিয়ে চালাইট ল। পড়ালেখার পাশাপাশি এগুলো আমি তৈরী করি। আমার স্বপ্ন আমি এমন কিছু আবিষ্কার করবো যা দিয়ে দেশে উপকার হবে। আল সিয়ামের মা আদুরি বেগম বলেন, আমাদের আর্থিক অবস্থা ভাল না, ওর বাবা এসবের জন্য মোটেও রাজি ছিল না। ওর টুকিটাকি যন্ত্রপাতি কেনার জন্য খামারের মুরগির ডিম বিক্রয়ের টাকা আমি গোপনে ছেলেকে দিতাম।

পরে ছেলের আগ্রহ দেখে তার এসব তৈরী করার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছি। আল সিয়ামের বাবা শাহজাহান আলী জানান, প্রথমে ছেলের এব তৈরী করা আমি পছন্দ করতাম না। পরে ছেলের এসব খেলনা তৈরী দেখে মনটা ভাল হয়ে গেছে। তবে ছেলের সকল যন্ত্রপাতি কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব না। ছেলেটাকে আরো সহায়তা করতে পারলে হয়তো সে আরো ভাল কিছু বানাতে পারবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিহিংসা নয় প্রতিযোগিতা, রাজনীতি হোক ঐক্য ভিত্তিক

SBN

SBN

কালীগঞ্জে খুদে প্রকৌশলী আল সিয়ামের অনন্য প্রতিভা

আপডেট সময় ১১:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের শাহজাহান আলী ও আদুরি বেগমের একমাত্র সন্তান আল সিয়াম। ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত ১১ বছর বয়সি আল সিমায় নিজ মেধা খাটিয়ে তৈরী করেছে বাস, ট্রাক, ট্রকটার, ডামট্রাক, মিনিবাস,রোবটসহ নানা খেলনা যানবাহন। কিশোর সিমায়ের এ প্রতিভাতে মুগ্ধ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবাই। সরেজমিনে সিয়ামের বাড়িতে যেয়ে দেখা যায়, আড়পাড়া গ্রামে শাহজাহান আলী নিজ বাড়িতে ছোট একটি ব্রইলার মুরগির খামার গড়ে তুলেছেন। তিনি কোম্পানীতে চাকুরিরত থাকায় খামারটি দেখাশোনা করেন তার স্ত্রী আদুরি বেগম। এ খামারের পাশেই তাদেরএকমাত্র সন্তান আল সিয়ামের নিজস্ব ছোট্ট গবেষণাগার। তার এ গবেষণাগারে রয়েছে নানা ধরনের স্বল্প মূল্যের বৈদ্যতিক যন্ত্রপাতি। আল সিয়াম এ ঘরে বসেই তৈরী করেছে রোবট, স্মার্ট বাসসহ একাধিক ছোটো বড় যানবাহন। এ সময় দেখা যায় , আল সিয়ামের তৈরী রোবট তার কথার উত্তর দিচ্ছে সাবলিলভাবে।

খুদে প্রকৌশলী আল সিয়াম এই প্রতিবেদককে জানায়, আমি স্মার্ট বাস, ট্রাক, রোবটসহ একাধিক যন্ত্র তৈরী করেছি ল। আমার তৈরী রোবট আমার বানানো ডিভাইস দিয়ে চালাইট ল। পড়ালেখার পাশাপাশি এগুলো আমি তৈরী করি। আমার স্বপ্ন আমি এমন কিছু আবিষ্কার করবো যা দিয়ে দেশে উপকার হবে। আল সিয়ামের মা আদুরি বেগম বলেন, আমাদের আর্থিক অবস্থা ভাল না, ওর বাবা এসবের জন্য মোটেও রাজি ছিল না। ওর টুকিটাকি যন্ত্রপাতি কেনার জন্য খামারের মুরগির ডিম বিক্রয়ের টাকা আমি গোপনে ছেলেকে দিতাম।

পরে ছেলের আগ্রহ দেখে তার এসব তৈরী করার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছি। আল সিয়ামের বাবা শাহজাহান আলী জানান, প্রথমে ছেলের এব তৈরী করা আমি পছন্দ করতাম না। পরে ছেলের এসব খেলনা তৈরী দেখে মনটা ভাল হয়ে গেছে। তবে ছেলের সকল যন্ত্রপাতি কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব না। ছেলেটাকে আরো সহায়তা করতে পারলে হয়তো সে আরো ভাল কিছু বানাতে পারবে।