
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে গোল্ডেন সান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪ সম্পন্ন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
বিদ্যালয়ের কার্ষ্যকরী পরিষদের সভাপতি আবেদ আলীর সভাপতিত্বে বিকালে পুরষ্কার বিতরনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু ও ৭১ টিভির সাংবাদিক মিশন আলী সহ অন্নান্যরা।
শিক্ষক তানভীর রহমান তকির স ালনায় এ অনুষ্টানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষক শিক্ষকাবৃন্দ উপস্থিত ছিলেন।