
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের রহমানিয়া সুপার মার্কেটে অবস্থিত জালাল ফার্মেসী থেকে ঔষধ কিনে তা সেবন করে অসুস্থ হয়ে পড়েন এক নারী।
জানা যায়, ডাক্তার দেখিয়ে ব্যবস্থাপত্র নিয়ে জালাল ফার্মেসিতে ওষুধ কিনতে যান ওই রোঃগীর স্বজন।
এ সময় ব্যবস্থাপত্রে লেখা ঔষধ না দিয়ে তাদের ইচ্ছামত একই গ্রুপের অন্য একটি কোম্পানির ঔষধ বিক্রি করে ফার্মেসীর বিক্রয় প্রতিনিধি। একই সাথে জালাল ফার্মেসীর স্টিকারে কলম দিয়ে লিখে খাওয়ার নিয়ম পরিবর্তন করে দেওয়া হয়। ব্যবস্থাপত্রে ডাক্তার ওই ওষুধটি সপ্তাহে একবার খাওয়ার কথা লিখলেও ফার্মেসী কর্তৃপক্ষ দিনে দুইবার খাওয়ার জন্য লিখে দেয়।
এতে করে দুইদিন ওই ওষুধ সেবন করে রোগী শয্যাশায়ী হয়ে পড়েন। রোগীর স্বজনরা ফার্মেসী কর্তৃপক্ষের নিকট এ ঘটনার কারণ জানতে চাইলে তারা অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন।
এমন ঘটনায় ভুক্তভোগী রোগীর স্বজনরা ফার্মেসী কর্তৃপক্ষের শাস্তি দাবী করেছেন।
মুক্তির লড়াই ডেস্ক : 






















