মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর (কালীগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ক্রীড়ানুরাগী প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে সোমবাজার ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে সোমবাজার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আটটি দল নিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। ইয়াং ষ্টার ক্লাব বনাম আর.এস কিং একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে ইয়াং ষ্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.সিরাজ উদ্দিনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো.মাসুদ রানা। খেলায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো.নাজমুল হাই মামুন। খেলাটি পরিচালনায় ছিলেন শীতলক্ষ্যা স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সুলতান আহাম্মেদ আরমান।