
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক মাদক বিরোধী অভিযানে মোট ৩ জনকে ইয়াবাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার (০৪ নভেম্বর ২০২৫) উপজেলার নাগরী ইউনিয়নের দুইটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় জনৈক মন্তাজের নির্মাণাধীন বাড়ীর সামনে থেকে মোঃ রতন মোল্লা (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-০৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বাদী হিসেবে মামলা করেন এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন এবং তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) সেলিম শেখ।
পরে একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে উলুখোলা ব্রিজের পশ্চিম পাশে সেনপাড়া অটোষ্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেক অভিযানে মোঃ রায়হান ইসলাম শান্ত (২০) ও মোঃ ইফরান মিয়া (২১) কে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা নং-০৪, ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বাদী হিসেবে মামলা করেন এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিন, তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই (নিঃ) সেলিম শেখ।
অভিযান সম্পর্কে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান—
“মাদক নির্মূলে পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এলাকায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।” মাদক মামলায় অভিযুক্ত আসামিদের গাজীপুর কোর্টে পেরন করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























