মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে ৮০ জন কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।
বৃহস্পতিবার (১২/১২/২৪) দুপুরে উপজেলা সভাকক্ষে আইসিটি কর্মকর্তা মো রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮০ প্রশিক্ষণাথীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্কা তনিমা আফ্রাদ।
জানা যায়, বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ টি ব্যাচে ৮০ জন শিক্ষার্থী
গত সাড়ে ৫ মাস যবাত ই-কমার্স, গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডেবলপমেন্ট এ প্রশিক্ষণ নিয়ে আসছে । তাদের জন্য ৫ জন প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ শেষে গত কাল বৃহস্পতিবার ৮০ জনের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের ফলে নিজেদের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ফ্রিল্যান্সিং কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।
এ সময় আইটিসি কে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, বেকার শিক্ষার্থীদের কর্মঠো করে তুলতে এই ধরনের আরো বেশ কয়েকটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।