
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
”হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। পরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
কালীগঞ্জ উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কালীগঞ্জ অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের চত্বরেই এক ধোয়া শিক্ষন প্রদর্শনী করা হয়। এ সময় ইউএনও রেজওয়ানা নাহিদ প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষন করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।
কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা জেসমিন আরার ব্যবস্থাপনায় এ অনুষ্টানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক প্রতিনিধিসহ পরিষদের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























