
গাজীপুরের কালীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. আব্দুল কাদির ব্যাপারী শুক্রবার দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন।
বাদ এশা নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা গ্রামের বালুর মাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি গাজীপুরের কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক, ব্যবসায়ী ও সাংবাদিক মো. গোলাম রসুল সুমনের পিতা।
তিনি র্দীঘদিন যাবৎ শারিরীক বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।
মরহুম আলহাজ্ব মো. আব্দুল কাদির এর মৃত্যুতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী, মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন যোবায়ের, সাংগঠনিক সম্পাদক আল্লামা মো. মোশারফ হোসেন হেলালী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কালীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর, সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, বাংলাদেশ হিজবুর রাসুল (দ.) সাবেক উপজেলা সভাপতি আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমেদ, সভাপতি একেএম জাকির হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত রুপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুফতি মো. রমজান আলী আরেফীন, সাধারণ সম্পাদক মাওলানা মো. মোছলেহ উদ্দিন, বাংলাদেশ হিজবুর রাসুল (দ.) রুপগঞ্জ উপজেলা সভাপতি হাজী মো. ফারুকুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী মো. রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মরহুম আব্দুল কাদির ব্যাপারী নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা গ্রামের আবেদীয়া বাহাদুর শাহ্ মোজাদ্দেদীয়া খানকা শরীফ ও কলিঙ্গা পুরাতন জামে মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ হিজবুর রাসুল (দ.) নারায়ণগঞ্জ জেলা ও রুপগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।