
ঝিনাইদহ প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে কালীগঞ্জে বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রভাতে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা ও উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ স্বৃতি সৌধে পূস্প মাল্য অর্পন শেষে সূর্ষদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে সরকারী নলডাঙ্গা ভ্থষন বিদ্যালয়ের মাঠে পুলিশ ,আনছার, রোভার স্কাউট ও স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মার্চপাষ্ট কুচকাওয়াজ অনুষ্টিত হয়। মার্চপাষ্টে ছালাম গ্রহন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। এ সময় ম ে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ও থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ।
মার্ছপাষ্ট শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনাতে প্রধান বক্তা ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। সভাতে আরো বক্তব্য রাখেন, থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দ্দার প্রমুখ। একই সাথে বিদ্যালয়ের মাঠে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বিকালে উপজেলা প্রশাসন ও সুধিজন একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরন ও সন্ধ্যায় উপজেলা অফিস চত্বরে এক মনোঞ্জ সাংস্কৃকি অনুষ্টানের আয়োজন করা হয়।
বিজয় দিবসটি পালনে বিশেষ আয়োজনের মধ্যে ছিল বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আনোয়ারুল আজিম আনারের নেতৃত্বে মহান বিজয় দিবসের মিছিল করা হয়। এ মিছিলে আ”লীগের শত শত নেতা কর্মীরা অংশ নেয়।