শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা যুবদল প্রস্তুতি সভা করেছে। গতকাল বিকাল ৪ টায় উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রায়গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন। প্রধান অতিথীর বক্তব্যে ইসরাইল হোসেন বলেন, দেশ আজ ফ্যাসিবাদীর হাত থেকে স্বাধীন হয়েছে। আর স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। এ সময় তিনি ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলির সদস্য রেজাউল ইসলাম নুনু, আশরাফ হোসেন স্বপন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টুটুল, হুমায়ন কবির ডালিম, আলী মুর্তাজা জিকো, সাবেক যুব নেতা এবং পৌর বিএনপি নেতা আরিফুজ্জামান আরিফ প্রমুখ।