
শাহিনুর রহমান পিন্টু,
ঝিনাইদহ প্রতিনিধি
সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য কে নিয়ে কালীগঞ্জে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌরসভার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আনজুয়া বেগম,পৌরসভার স্যানিটারী ইসপেক্টর মেঃ আলমগীর কবির পৌরসভার প্রধান সহকারী আমিনুল ঠান্ডু সহ সুধীজন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।