
গাজীপুর (কালীগঞ্জ) উপজেলা প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত। ১৫ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন এর সভাপতিত্বে এবং পৌরসভার প্রধান সহকারী মো: মাসুদ ও কালীগঞ্জ পৌর উচ্চ মান সহকারী লিংকন এর যৌথ সঞ্চলনায় কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নতুন কোন কর আরোপ ছাড়া কালীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করেন কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন।
অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, বালীগাঁও পশ্চিমপারা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হানিফ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার প্রসাশনিক কর্মকর্তা মোঃ মিলন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম শেখ, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা মতিন সরকার, কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মনির আহমেদ, কালীগঞ্জ উপজেলার সহকরী ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) উম্মে হাফসা নাদিয়া।
মুক্তির লড়াই ডেস্ক : 


























