
সেন্টু রঞ্জন চক্রবর্তী
রাত জেগে আমি স্বপ্ন রচি বৃথাই
ফুল ফুটাই কাঁটার ঘায়ে ,
নিশীতে আমি পথ চলি বটে
আঁধারের পায়ে পায়ে |
চাঁদের আলোতে আলোকিত হতে
কতবার ডেকেছি চাঁদ,
আপন করে পাইনিতো তারে
বারবার বৃথাই ঘটেছে পরমাদ।
চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা
দৃঢ় প্রত্যয় ভালোবাসার,
বেরসিক বালিয়ারী ঝড়
বারবার দেখিয়েছে লীলা কীর্তিনাসার।
আঁধারের ও রূপ আছে
দেখেছি ঘোর আঁধারে ডুবে,
কালোর ও আছে আলো
আজো বেঁচে আছি তাই ভেবে।
(আগরতলা
মুক্তির লড়াই ডেস্ক : 


























