
বৃদ্ধ বলেন, আমার ১টা অ্যান্ডরয়েড ও একটা বটন ফোন চুরি হয়ে গেছে। ২ ফোনের দাম প্রায় ১৭ হাজার টাকা। আসেপাশের কেউই এই কাজ করেছে। আমি একজন পানের দোকানদার। এত টাকা দিয়ে আবার ফোন কেনার ক্ষমতা আমার নেই।
বাড়ি থেকে ২টি মোবাইল চুরি যাওয়ায় চোরকে মাইক ভাড়া করে গালাগালি করলেন এক বৃদ্ধ। ঘটনা বাংলাদেশের কিশোরগঞ্জে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে তাঁর মাইক্রোফোন হাতে গালাগালি দেওয়ার ভিডিয়ো।
কিশোরগঞ্জের মানিকদি পুরানগাঁও এলাকার বাসিন্দা ফায়েজ মিয়া (৬৫)-র দাবি, ৯ দিন আগে তাঁর বাড়ি থেকে ২টি মোবাইল ফোন চুরি গিয়েছে। এর পর অনেক খোঁজাখুঁজি করেও ফোনের সন্ধান পাননি তিনি। এর পর ক্ষোভে হতাশায় শুক্রবার একটি মাইক ভাড়া করে চোরকে গালাগালি করতে থাকেন বৃদ্ধ।
তিনি জানিয়েছেন, আমার ১টা অ্যান্ডরয়েড ও একটা বটন ফোন চুরি হয়ে গেছে। ২ ফোনের দাম প্রায় ১৭ হাজার টাকা। আসেপাশের কেউই এই কাজ করেছে। আমি একজন পানের দোকানদার। এত টাকা দিয়ে আবার ফোন কেনার ক্ষমতা আমার নেই। তাছাড়া কয়েকদিন আগে ওই ফোন কেনার কাগজপত্রও হারিয়ে গিয়েছে। তাই পুলিশে অভিযোগও জানাতে পারছি না। মাইক ভাড়া করে চোরকে গালাগালি দিয়ে তাই ক্ষোভ একটু মেটাচ্ছিলাম।
ইতিমধ্যে ফায়েজ মিয়ার গালাগালি দেওয়ার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফায়েজ মিয়াকে থানায় অভিযোগ জানাতে বলেছেন স্থানীয় জনপ্রতিনিধি।
কাজ করেছে। আমি একজন পানের দোকানদার। এত টাকা দিয়ে আবার ফোন কেনার ক্ষমতা আমার নেই। তাছাড়া কয়েকদিন আগে ওই ফোন কেনার কাগজপত্রও হারিয়ে গিয়েছে। তাই পুলিশে অভিযোগও জানাতে পারছি না। মাইক ভাড়া করে চোরকে গালাগালি দিয়ে তাই ক্ষোভ একটু মেটাচ্ছিলাম।