
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা গচিহাটা বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির মূল্য বৃদ্ধি,দিশেহারা ক্রেতা গচিহাটা বাজার সহ অন্যান্য বাজারে ও বিক্রি হচ্ছে কাঁচা মরিচ, কেজিতে ২৮০টাকা।
চলতি সপ্তাহের প্রথম দুই দিন মরিচের দাম কিছুটা কম থাকলেও, গতকাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, বৃষ্টির পানিতে স্থানীয় সবজি চাষেরা মরিচ ক্ষেতে পানি জমায় মরিচ তুলতে পারেনি । এতে বাজারে সরবরাহ কমেছে। ব্যবসায়ীদের বিভিন্ন জেলা থেকে মরিচ সরবারহ করতে হচ্ছে বিধায় মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।
তারা আরো জানান, স্থানীয় চাষিদের উৎপাদিত মরিচের ঘাটতি দেখা দেয়ায় গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কেজিতে ১৫০ টাকা থেকে দাম বেড়ে. ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে । এবং আলো ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকা হতে ৮০ টাকা পর্যন্ত । গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা করে, ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২০০টাকা থেকে ২৪০০ টাকা পর্যন্ত ।
ক্রেতারা বলেন, “বৃষ্টি হলেই এখন কাঁচা মরিচের দাম বাড়ে। এক লাফেই দ্বিগুন দাম বেড়েছে। দাম বাড়ার কারণে অল্প পরিমাণে মরিচ কিনতে হচ্ছে।”