ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল Logo প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও Logo বান্দরবানে পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ Logo ঢাকার শেরে বাংলা নগর থেকে ৩ ছিনতাইকারী আটক Logo বুড়িচংয়ে মাল বুঝাই অটোরিকশা খাদে পড়ে চালক নিহত Logo ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ নিরাপদে থাকবে- লাকসামে মিয়া গোলাম পরওয়ার Logo বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু Logo দুর্ঘটনার ঝুঁকিতে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুঁদে শিক্ষার্থীরা Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ Logo গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ডাক্তার ও নার্সের ভুল ইনজেকশন পুশ করায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত রোগীরা হলেন, মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)। রোগীর স্বজনদের দাবি, ডাক্তার ও নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই এই মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে। এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ধুলদিয়া নতুন বাজার এলাকার মনিরুজ্জামান মল্লিক (৩২) হারনিয়ার অপারেশন করতে সাত দিন আগে এই হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলী উপজেলার দামপাড়া এলাকার জহিরুল ইসলাম (২২) গত চারদিন আগে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। দুজনেই সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তাদের অপারেশন হওয়ার কথা ছিল। আজ সকালে সার্জারি ওয়ার্ডের মোট চারজনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইনজেকশান দেওয়া হয়। চেতনানাশক ইনজেকশন ওটিতে দেওয়ার কথা থাকলেও কর্মরত নার্স ওয়ার্ডের বেডেই ইনজেকশন দেন।

স্বজনরা জানায়, ইনজেকশন দেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দুজনই মারা যান। বাকি দুজন স্বাভাবিক রয়েছেন। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, রোগীর মৃত্যুর ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল

SBN

SBN

কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৮:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ডাক্তার ও নার্সের ভুল ইনজেকশন পুশ করায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত রোগীরা হলেন, মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)। রোগীর স্বজনদের দাবি, ডাক্তার ও নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই এই মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে। এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ধুলদিয়া নতুন বাজার এলাকার মনিরুজ্জামান মল্লিক (৩২) হারনিয়ার অপারেশন করতে সাত দিন আগে এই হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলী উপজেলার দামপাড়া এলাকার জহিরুল ইসলাম (২২) গত চারদিন আগে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। দুজনেই সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তাদের অপারেশন হওয়ার কথা ছিল। আজ সকালে সার্জারি ওয়ার্ডের মোট চারজনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইনজেকশান দেওয়া হয়। চেতনানাশক ইনজেকশন ওটিতে দেওয়ার কথা থাকলেও কর্মরত নার্স ওয়ার্ডের বেডেই ইনজেকশন দেন।

স্বজনরা জানায়, ইনজেকশন দেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দুজনই মারা যান। বাকি দুজন স্বাভাবিক রয়েছেন। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, রোগীর মৃত্যুর ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।