ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ডের জোনাল অফিস দুর্নীতির আখড়া Logo বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ১১ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা Logo টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক পাচারকারী আটক Logo শেরপুরে ১ বছর সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী গ্রেফতার Logo ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন Logo বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo এক ক্ষেতে বহু ফসল: ইউনান লং চিয়াং উপজেলার সবুজ উন্নয়ন Logo তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি, চীনের তীব্র নিন্দা Logo কালীগঞ্জে এলজিইডি’র সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ Logo ঢাকায় চীনা চলচ্চিত্র ‘স্নো লেপার্ড’ এর প্রদর্শনী

কিশোরগঞ্জে দীর্ঘ ৯ বছর পর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

২০১৬ সালের ২২ নভেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে দলটি আর কোনো সম্মেলন করতে পারেনি।

ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ৯ বছর পর এবার ২০ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা নেতৃত্ব নির্বাচনের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি

দুই পর্বে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলনে প্রধানন অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রথমপর্বের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মির্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ ছাড়া বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পরে দলের কাউন্সিলকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনের সফলতা কামনা করে এবং কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে সাটানো হয়েছে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। নির্মাণ করা হয়েছে শত শত তোরণ। আয়োজকরা বলছেন, সম্মেলনে রেকর্ড সংখ্যক মানুষ অংশ নেবেন। সেজন্য পুরাতন স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে ওপরে কার্পেট দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ডের জোনাল অফিস দুর্নীতির আখড়া

SBN

SBN

কিশোরগঞ্জে দীর্ঘ ৯ বছর পর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

২০১৬ সালের ২২ নভেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে দলটি আর কোনো সম্মেলন করতে পারেনি।

ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ৯ বছর পর এবার ২০ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা নেতৃত্ব নির্বাচনের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি

দুই পর্বে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলনে প্রধানন অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রথমপর্বের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মির্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ ছাড়া বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পরে দলের কাউন্সিলকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনের সফলতা কামনা করে এবং কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে সাটানো হয়েছে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। নির্মাণ করা হয়েছে শত শত তোরণ। আয়োজকরা বলছেন, সম্মেলনে রেকর্ড সংখ্যক মানুষ অংশ নেবেন। সেজন্য পুরাতন স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে ওপরে কার্পেট দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে।