ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত Logo কুকুর মারতে বাধা দেওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ Logo বরুড়ায় টিম ফর ফিউসার এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo সাজেকে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়োজিত রাখার জন্য নির্দেশনা Logo বালিয়াডাঙ্গীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু Logo সাতক্ষীরায় চিকিৎসা সেবা’সহ ত্রাণ সামগ্রী বিতরণ Logo বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা Logo পলাশবাড়িতে নয় বছরের শিশু সন্তানকে অপহরণের অভিযোগ Logo গাজীপুরে ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ (ভিডিও) Logo আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের কমিটি গটন

কিশোরগঞ্জে হত্যার মামলায় ১৩ জনের যাবজ্জীবন

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব এ রায় দেন। এ সময় আদালতে ১৩ আসামির সবাই উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয়স্বজন।

আসামিরা হলেন, মজিবুর রহমান, মোখলেছ, শামীম মিয়া, হাবিবুর রহমান, আরিফ, আমিনুল ,কামরুল, রানা, ফাইজুল, মনির, হাদিস, রাশিদ ও শাহিন

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মীরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্য আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।

২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে মজিবুর রহমানের নেতৃত্বে আসামিরা মনিরসহ আরো দুজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়। মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিৎকাসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়। নিহত মনির ভাটিয়া-মীরপাড়া গ্রামের মৃত মো. গনি মিয়ার ছেলে।

এ ঘটনায় মনিরের ছোটভাই আইন উদ্দিন ১২ এপ্রিল রাতে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি-তদন্ত নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত

SBN

SBN

কিশোরগঞ্জে হত্যার মামলায় ১৩ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৭:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব এ রায় দেন। এ সময় আদালতে ১৩ আসামির সবাই উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয়স্বজন।

আসামিরা হলেন, মজিবুর রহমান, মোখলেছ, শামীম মিয়া, হাবিবুর রহমান, আরিফ, আমিনুল ,কামরুল, রানা, ফাইজুল, মনির, হাদিস, রাশিদ ও শাহিন

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মীরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্য আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।

২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে মজিবুর রহমানের নেতৃত্বে আসামিরা মনিরসহ আরো দুজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়। মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিৎকাসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়। নিহত মনির ভাটিয়া-মীরপাড়া গ্রামের মৃত মো. গনি মিয়ার ছেলে।

এ ঘটনায় মনিরের ছোটভাই আইন উদ্দিন ১২ এপ্রিল রাতে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি-তদন্ত নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।