
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা সদরের বাজারের গোরস্তান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা
হয়।
তাড়াইল স্থানীয় সূত্রে জানা যায় তাড়াইল বাজারের গোরস্তান মার্কেটের একটি পেট্রোলের দোকান ছিল সেখান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। এক পর্যায়ে আগুন সরিয়ে পড়ে আশপাশের বাড়িঘরেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কিশোরগঞ্জ, এবং করিমগঞ্জ ও তাড়াইল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উক্ত অগ্নিকাণ্ডে বাজারের বেশকিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় লোকজন
উক্ত অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ এনামুল হক সংবাদ মাধ্যম কে জানান, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। কোথা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাও সঠিক ভাবে বলা যাচ্ছে না। বলে ধারণা করছে