ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত Logo কুকুর মারতে বাধা দেওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ Logo বরুড়ায় টিম ফর ফিউসার এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo সাজেকে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়োজিত রাখার জন্য নির্দেশনা Logo বালিয়াডাঙ্গীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু Logo সাতক্ষীরায় চিকিৎসা সেবা’সহ ত্রাণ সামগ্রী বিতরণ Logo বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা Logo পলাশবাড়িতে নয় বছরের শিশু সন্তানকে অপহরণের অভিযোগ Logo গাজীপুরে ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ (ভিডিও) Logo আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের কমিটি গটন

কুইচৌ চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নতুন পর্যায়ে নিয়ে যাবে : সি চিন পিং

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চীনের কুইচৌ প্রদেশের চাও সিং জেলার একটি তোং জাতির গ্রামে পরিদর্শন করেছেন।

গ্রামের প্রবেশপথে, জাতিগত পোশাক পরিহিত গ্রামবাসীরা ঐতিহ্যবাহী তোং জাতির গান গেয়ে সি চিনপিংকে স্বাগত জানায়। তোং জাতির লোকসংগীত, মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচার হয়। গানের বিষয় খুব বৈচিত্র্যময়, পাখির গান, পোকামাকড়ের কিচিরমিচির, পাহাড় ও প্রবাহিত জলের মতো প্রাকৃতিক শব্দ থেকে শুরু করে পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি, নৈতিক শিষ্টাচার, শ্রম ও প্রেম পর্যন্ত সব আছে। ২০০৯ সালে তোং জাতির গান ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
তোং জাতির গ্রামে সি চিনপিং গ্রামের ভূদৃশ্য পরিদর্শন করেন, তোং জাতির সাংস্কৃতিক প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন, তোং জাতির বয়ন, রঙ করা ও সূচিকর্ম শিল্প বেসে যান, গ্রামবাসীদের সঙ্গে আন্তরিক যোগাযোগ করেন।

তিনি বলেন, প্রাচীন গ্রাম, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, তোং জাতির গান, বাটিক কারুশিল্প সব জাতিগত বৈশিষ্ট্য। সংখ্যালঘু জাতির সংস্কৃতি চীনা সংস্কৃতির অপরিহার্য একটি অংশ। আমাদের বাস্তব গ্রাম, বাসস্থান ও স্থাপত্য রক্ষা করা উচিত এবং অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার করা এবং এর উদ্ভাবনী উন্নয়ন প্রচার করা উচিত, যাতে জাতীয় বৈশিষ্ট্যগুলো ব্যবহারে আরও প্রাণবন্ত হয়ে উঠবে, নতুন উজ্জ্বলতা বিকিরণ করবে।

তিনি জোর দিয়ে বলেন, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়ার একীকরণ আরও গভীর করবে, ‘রঙিন কুইচৌ’ এই নতুন সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড তৈরি করবে। বিশ্বাস করা যায়, ভবিষ্যতে কুইচৌ বিশেষ সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যের উপর নির্ভর করে সাংস্কৃতিক ও পর্যটন সমন্বিত উন্নয়নের নতুন মডেল উন্নয়ন করবে, আরও বেশি মানুষকে কুইচৌ’র অনন্য আকর্ষণ দেখাবে, গ্রামীণ পুনরুজ্জীবন ত্বরান্বিত করবে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নতুন পর্যায়ে নিয়ে যাবে।
সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত

SBN

SBN

কুইচৌ চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নতুন পর্যায়ে নিয়ে যাবে : সি চিন পিং

আপডেট সময় ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চীনের কুইচৌ প্রদেশের চাও সিং জেলার একটি তোং জাতির গ্রামে পরিদর্শন করেছেন।

গ্রামের প্রবেশপথে, জাতিগত পোশাক পরিহিত গ্রামবাসীরা ঐতিহ্যবাহী তোং জাতির গান গেয়ে সি চিনপিংকে স্বাগত জানায়। তোং জাতির লোকসংগীত, মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচার হয়। গানের বিষয় খুব বৈচিত্র্যময়, পাখির গান, পোকামাকড়ের কিচিরমিচির, পাহাড় ও প্রবাহিত জলের মতো প্রাকৃতিক শব্দ থেকে শুরু করে পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি, নৈতিক শিষ্টাচার, শ্রম ও প্রেম পর্যন্ত সব আছে। ২০০৯ সালে তোং জাতির গান ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
তোং জাতির গ্রামে সি চিনপিং গ্রামের ভূদৃশ্য পরিদর্শন করেন, তোং জাতির সাংস্কৃতিক প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন, তোং জাতির বয়ন, রঙ করা ও সূচিকর্ম শিল্প বেসে যান, গ্রামবাসীদের সঙ্গে আন্তরিক যোগাযোগ করেন।

তিনি বলেন, প্রাচীন গ্রাম, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, তোং জাতির গান, বাটিক কারুশিল্প সব জাতিগত বৈশিষ্ট্য। সংখ্যালঘু জাতির সংস্কৃতি চীনা সংস্কৃতির অপরিহার্য একটি অংশ। আমাদের বাস্তব গ্রাম, বাসস্থান ও স্থাপত্য রক্ষা করা উচিত এবং অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার করা এবং এর উদ্ভাবনী উন্নয়ন প্রচার করা উচিত, যাতে জাতীয় বৈশিষ্ট্যগুলো ব্যবহারে আরও প্রাণবন্ত হয়ে উঠবে, নতুন উজ্জ্বলতা বিকিরণ করবে।

তিনি জোর দিয়ে বলেন, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়ার একীকরণ আরও গভীর করবে, ‘রঙিন কুইচৌ’ এই নতুন সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড তৈরি করবে। বিশ্বাস করা যায়, ভবিষ্যতে কুইচৌ বিশেষ সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যের উপর নির্ভর করে সাংস্কৃতিক ও পর্যটন সমন্বিত উন্নয়নের নতুন মডেল উন্নয়ন করবে, আরও বেশি মানুষকে কুইচৌ’র অনন্য আকর্ষণ দেখাবে, গ্রামীণ পুনরুজ্জীবন ত্বরান্বিত করবে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নতুন পর্যায়ে নিয়ে যাবে।
সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।