
এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টার
কুমিল্লায় দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্পের পাশ থেকে ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ১০ মার্চ সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
১১ মার্চ ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার ১নং দাউদকান্দি উত্তর ইউপির চরচারুয়া গ্রামের মো. ইউনুছের ছেলে মো. মামুন (৩৭) ও চট্টগ্রামের ডবলমুড়িং থানা মনসুরাবাদ গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. আরিফ (৩১)।
আসামিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি দেশি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
কুমিল্লা দাউদকান্দি বিশ্বরোডে ডাকাতরা অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন। পরে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার সহায়তায় এসআই রিপন সরকার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।
পুলিশ ডাকাত মামুন ও আরিফের বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার মামলা হয়েছে বলে জানান কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন।