স্টাফ রিপোর্টার: কুমিল্লায় আন্ত:জেলা মহিলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা টমছমব্রীজ সংলগ্ন চৌ-রাস্তার মোড়ে থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, টমছমব্রীজ সংলগ্ন চৌ-রাস্তার মোড়ে মামলার বাদীকে পেয়ে তার সাথে বোরকা পরিহিত ০৭জন মহিলা কথাবার্তা বলা শুরু করে। কথাবার্তার একপর্যায়ে বাদীর ভ্যানিটি ব্যাগের চেইন খুলে নগদ টাকা ও মোবাইল ফোন চোরচক্রের সদস্যগণ চুরির চেষ্টাকালে বাদী টের পেয়ে চোর চোর বলে চিৎকার দেয়। তখন ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী থানা পুলিশের টহল দল বিষয়টি টের পেয়ে স্থানীয় মহিলা পথচারীদের সহায়তায় চোরচক্রের ০৭জন মহিলা সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে ১। পাখি আক্তার (২৫), পিতা-মো: জহির মিয়া,স্বামী-রাসেল মিয়া, ২। ফাতেমা বেগম(৪০), পিতা-সাহেব মিয়া, স্বামী-সুহেল মিয়া, ৩। শাহানা নাইমা(২৫), পিতা-সিরাজুল ইসলাম, স্বামী-শিপন, ৪। দিলারা বেগম(৩০), পিতা-আক্কাস মিয়া, স্বামী-মো: রুবেল, ৫। হনুফা (৪০), পিতা-জলিল মিয়া, স্বামী- মো: শাহীন,৬। পারভীন আক্তার(২৫), স্বামী-নিজমা উদ্দিন,পিতা-মহরম আলী, সর্ব সাং-ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া এবং ৭। ফাতেমা বেগম (২৪), পিতা- মৃত রফিক মিয়া, স্বামী মহিউদ্দিন, সাং-পাখিয়ালগা, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার বলে জানা যায়। আসন্ন ঈদ মৌসুমকে টার্গেট করে মহিলা চোরচক্রের গ্রেফতারকৃত সদস্যগণ কুমিল্লা শহরের বিভিন্ন শপিংমল, মার্কেট ও জনবহুল এলাকায় সংঘবদ্ধ হয়ে বিভিন্ন কৌশলে চুরি করার জন্য এসেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ৩নং আসামী শাহানা এর বিরুদ্ধে কুমিল্লা বরুড়া এবং ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগর থানায় ০২টি পূর্বের চুরি মামলা রয়েছে।
বাদী জান্নাতুল ফেরদাউস এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃত ০৭জন আন্ত:জেলা মহিলা চোরচক্রের সদস্যের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৯, তাং-২২/০৬/২০২৩খ্রি:, ধারা- ৩৭৯/৫১১ পেনাল কোড রুজু হয়। আসামীদের জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।