মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
সামাজিক সাংস্কৃতিক সংগঠন উষসী পরিষদ কুমিল্লার আয়োজনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি২০২৫খ্রিঃ) সন্ধ্যায় রাজবাড়ী কম্পাউন্ড, রাজগঞ্জ,কুমিল্লায় অবস্থিত ‘রওশন টাওয়ার’এ সংগঠনের বিশেষ সভা, আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো.মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার বিশিষ্ট লেখক সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, বিশেষ অতিথি জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক জনাব বশির আহামেদ ও বিশিষ্ট কবি সৈয়দ আহমাদ তারেক।
কুমিল্লার সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ মু. শফিকুর রহমান, সাবেক সভাপতি ইউনুছ উল্লাহ, উত্তম কুমার দাস, সহকারী অধ্যাপক রাহুল তারণ পিন্টু, উষসী’র সাবেক সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু ও সাংবাদিক সহিদ উল্লাহ।
কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক রীতা রানী সরকার, কবি মামুন মজুমদার, কবি জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক অর্পিতা বর্মন, সাংবাদিক কবি ও লেখক মোঃ আব্দুল আউয়াল সরকার, কবি এ কিউ আশিক ও কবি মনিরুল ইসলাম মধু মাস্টার।
আরো উপস্থিত ছিলেন, মোঃ খলিলুর রহমান, কবি ও নাট্যশিল্পী সানজিদা ইসলাম রোমানা, প্রভাষক খায়রুল ইসলাম, সুশান্ত চক্রবর্তী,মোঃ জলিলুর রহমান,মামুন মজুমদার, অর্পিতা বর্ধন,হৃদিতা মজুমদার, কাব্যশ্রী পাল প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উষসী’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী ফারুক।
সবশেষে ‘পানকৌড়ি পিঠাঘর কুমিল্লা’র শীতকালীন সুস্বাদু পিঠা আপ্যায়নের মধ্য দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।