
এজে সোহে, স্টাফ রিপোর্টার
কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে শনিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান।
শুক্রবার বিকেলে কুমিল্লা নগরের সার্কিট হাউস মোড় এলাকায় কিশোর গ্যাং রতন গ্রুপ ও ঈগল
গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষে দুইজন আহত হন। ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লায় ‘রতন গ্রুপ’ ও ‘ঈগল গ্রুপ’ নামের দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নগরীর ঈদগাহ ও সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণে পথচারী ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
তিনি জানান, সংঘর্ষের পর কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই গ্রুপের ১৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই কিশোর।
পুলিশ সুপার আব্দুল মান্নান আরও জানান, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় আলাদা চারটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কিশোরদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আশফাকুজ্জামান, মো: নাজমুল হাসান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























