
এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টার
কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২১ নং ওয়ার্ডে মর্ডার্ন হাউজিং জামে মসজিদে শুক্রবার (৯মে) জামায়াতে ইসলামী কর্তৃক সহযোগী সদস্য সমাবেশ সম্পন্ন হয়েছে।
কুমিল্লা মহানগরী এর ২১ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা কেফায়েত উল্লাহর উপস্থাপনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোছলেহ উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা মাহবুবুর রহমান।
বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল।
সভার সভাপতিত্ব করেন, কুমিল্লা মহানগর ২১ নং ওয়ার্ড জামায়াতের আমীর ইব্রাহিম মুসাফির।
সমাবেশে বক্তাগন ধর্মীয় মূল্যবোধ এর আলোকে সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।