
মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ হলো সেই ব্যক্তি যে রক্ত ও শরীরের বিভিন্ন ফ্লুয়িডের পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে থাকে। চিকিৎসকরা যদি চিকিৎসা বিজ্ঞানের হৃৎপিন্ড হয়ে থাকে তবে তার চোখ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা।
কুমিল্লা মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন এর আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর ঝাউতলায় ফাতেমা জাহানারা টাউয়ারের তৃতীয় তলায় এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র দাস এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শাহিন এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,উপদেষ্ঠা কাজী আব্দুল আউয়াল, মোঃ আবদুল খালেক, নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়া উক্ত আলোচনা সভায় জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তথেকে মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন বলেন, মেডিকেল টেকনোলজিস্টরা সমাজকে দেশপ্রেম ও সেবার মানসে ঐক্যবদ্ধ করে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় দিন বদলের অঙ্গীকার বাস্তবায়নে নীতিনিষ্ঠ, দক্ষ পেশাজীবী সংগঠনে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকনোলজিস্টরা রোগের কারণ খুঁজে বের করার প্রধান কারিগর। একজন ডাক্তারের চিকিৎসার অন্যতম সহযোগী।
সঠিক রিপোর্ট তৈরী করেন যা দেয়ার পর রোগীর কার্যকরী চিকিৎসা শুরু হয়।
সর্বোপরি একজন টেকনোলজিস্ট রোগী সুস্থ না হওয়া পর্যন্ত রোগ নির্ণয়ের মাধ্যমে সেবায় নিয়োজিত থাকে।
উল্লেখ্য যে, উক্ত সভায় মেডিকেল টেকনোলজিস্টদের বেতন কাঠামো,ডিউটির সময়,প্রশিক্ষন করানো ও ভুয়া টেকনোলজিস্টদের বিষয়ে আলোচনা করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 



























