
কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় ‘সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষ্যণীয় বিষয় সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার (০৩ জুন ২০২৩ খ্রিঃ) কুমিল্লা নগরীর তন্দুরী রেস্তোঁরায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কতৃক আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাসাস এর সভাপতি শাহীন মীর্জা’র সভাপতিত্বে বিষয় ভিত্তিক আলোচনা করেন, কুমিল্লা বিশ্বাবিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.কাজী, এম, আনিছুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী,কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো: ইউসুফ আলী, শিক্ষাবিদ কামরুজ্জামান সোহেল,এডভোকেট রেজাউল করিম মিঠু, মো:আবুল হাসেম মজুমদার, এডভোকেট মির্জা কামাল, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসাইনসহ প্রমুখ।
উক্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকারসহ অনেকে।
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও অতিথিদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।