
সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ভারতীয় সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ রোববার অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মোবাইল ফোন বাংলাদেশে নিয়ে আসার সময় ৫১ লক্ষ ৯৯ হাজার ৮৫৪ টাকা মূল্যের ফোন সেট আটক করে।
লেঃ কর্নেল মীর আলী এজাজ, পিএসসি
অধিনায়ক জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ২৪ মার্চ রোববার দুপুরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চোরা কারবারীরা বিশেষ কায়দায় ভারতীয় অবৈধ মোবাইল ফোন সেট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছ।
অভিযানে বিজিবি টহল দল সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর কাচিগাং মাঠ নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৫১ লক্ষ ৯৯ হাজার ৮৫৪ হাজার টাকা। উল্লেখ্য, জব্দকৃত মোবাইল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা দেয়া হয়েছে।