
স্টাফ রিপোর্টার
কুমিল্লা সরকারি কলেজে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ছাত্র সংসদ নির্বাচনের পুনরায় আয়োজনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা সরকারি কলেজ শাখা আজ ১৫ অক্টোবর ২০২৫ ঈসায়ী কলেজ অধ্যক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে।
কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা’র নেতৃত্বে নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. নূরুর রহমান খান-এর হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন, শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা এবং ছাত্র নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা জরুরি।
তাতে আরও উল্লেখ করা হয়, ছাত্র সমাজ জাতির ভবিষ্যৎ নেতৃত্বের উৎস। তাই নতুন নেতৃত্ব গড়ে তোলা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং দায়িত্বশীল নাগরিক তৈরি করতে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। এ ছাড়া একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, ক্যাম্পাসে সহিংসতামুক্ত পরিবেশ এবং সকল সংগঠনের জন্য সমঅধিকার (Level Playing Field) নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংগঠনের নেতারা বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক চর্চাকে সুসংহত করবে। তাই দ্রুত তফসিল ঘোষণা ও রোডম্যাপ প্রণয়নের মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।