ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক শাহ আলম

স্টাফ রিপোর্টার

কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক পদে যোগদান করেছেন সরকারের যুগ্মসচিব মো. শাহ আলম। রোববার অপরাহ্নে তিনি নগর ভবনে আসেন। এসেই তিনি নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।

তাঁর গ্রামের বাড়ি বরুড়া উপজেলার জোড়পুকুরিয়া (পূর্ব) গ্রামে। তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের পঞ্চম প্রশাসক। গতকাল রোববার স্থানীয় ১ম পাতার পর

সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ এর যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

মো. শাহ আলম কুমিল্লা জেলা বরুড়া উপজেলা গালিমপুর ইউনিয়ের জোড়পুকুরিয়া গ্রামে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। নিজ উপজেলা বরুড়া হাজী নোয়াব আলী হাই স্কুল থেকে ১৯৮৬ সালে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (অর্থনীতি) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দিল্লীতে চ্যান্সেলর কর্তৃক স্বর্ণপদক পেয়েছেন। তিনি লন্ডন থেকে ডিপ্লোমা ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

১৮তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকা ৫ম এবং প্রশাসন ক্যাডারে ৩য় স্থান অধিকার করে ১৯৯৯ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি ভোলা, কক্সবাজার ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ইউএনও, অর্থ বিভাগের উপসচিব, উপপরিচালক ও বিডা পরিচালকসহ সর্বশেষ তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব ছিলেন।

তিনি বলেন, আমি কুমিল্লার সন্তান। কুমিল্লা শহরে আমার কলেজ জীবন কেটেছে। এই শহর আমাদের প্রাণের শহর। এই শহরের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। এককালের ছিমচাম সাজানো গুছানো মায়াময় শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। আমরা দ্রুত জনবল আনব। ক্লিন সিটি গড়ব। পরিচ্ছন্ন নগরী গড়তে সবার সহযোগিতা নেব। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। ন্যায়ের পথে থেকে কাজ করব।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক শাহ আলম

আপডেট সময় ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার

কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক পদে যোগদান করেছেন সরকারের যুগ্মসচিব মো. শাহ আলম। রোববার অপরাহ্নে তিনি নগর ভবনে আসেন। এসেই তিনি নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।

তাঁর গ্রামের বাড়ি বরুড়া উপজেলার জোড়পুকুরিয়া (পূর্ব) গ্রামে। তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের পঞ্চম প্রশাসক। গতকাল রোববার স্থানীয় ১ম পাতার পর

সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ এর যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

মো. শাহ আলম কুমিল্লা জেলা বরুড়া উপজেলা গালিমপুর ইউনিয়ের জোড়পুকুরিয়া গ্রামে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। নিজ উপজেলা বরুড়া হাজী নোয়াব আলী হাই স্কুল থেকে ১৯৮৬ সালে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (অর্থনীতি) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দিল্লীতে চ্যান্সেলর কর্তৃক স্বর্ণপদক পেয়েছেন। তিনি লন্ডন থেকে ডিপ্লোমা ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

১৮তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকা ৫ম এবং প্রশাসন ক্যাডারে ৩য় স্থান অধিকার করে ১৯৯৯ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি ভোলা, কক্সবাজার ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ইউএনও, অর্থ বিভাগের উপসচিব, উপপরিচালক ও বিডা পরিচালকসহ সর্বশেষ তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব ছিলেন।

তিনি বলেন, আমি কুমিল্লার সন্তান। কুমিল্লা শহরে আমার কলেজ জীবন কেটেছে। এই শহর আমাদের প্রাণের শহর। এই শহরের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। এককালের ছিমচাম সাজানো গুছানো মায়াময় শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। আমরা দ্রুত জনবল আনব। ক্লিন সিটি গড়ব। পরিচ্ছন্ন নগরী গড়তে সবার সহযোগিতা নেব। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। ন্যায়ের পথে থেকে কাজ করব।’