
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকায় কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে তিনি মুরাদনগরসহ কুমিল্লা অঞ্চলে সুপরিচিত এক জননেতা। এর আগে তিনি জাতীয় সংসদের সাবেক মন্ত্রী ও ৫ বার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলের মনোনয়ন ঘোষণার পর মুরাদনগর জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, কায়কোবাদ সাহেবের নেতৃত্বে মুরাদনগরে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও জোরদার হবে।
মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, দলের পক্ষ থেকে কায়কোবাদ দাদা মনোনয়ন পাওয়ায় মুরাদনগরের নেতাকর্মী ও সর্বস্তরের জনগন আনন্দিত। মুরাদনগর বিএনপি কায়কোবাদ দাদার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত আছে। আগামী নির্বাচনে দাদাকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবে মুরাদনগরের জনগন।
মুক্তির লড়াই ডেস্ক : 




















