
টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগদান করে বিএনপি’র দলীয় মনোনয়ন পাওয়ার কয়েক ঘন্টা পর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করলেন উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপি সভাপতি শাওন এর পক্ষে তার নেতা-কর্মীরা। শাওন এর পক্ষে মনোনয়ন ফরমে স্বাক্ষর করেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খান, পৌর বিএনপি সহ-সভাপতি শাহজাহান সরকার, সহিদুজ্জামান সরকার, উপজেলা যুবদল সাবেক সভাপতি মাও. আবুল খায়ের, কামাল হোসেন কাউন্সিলর, উপজেলা মৎস্যজীবীদল আহবায়ক ফজলুল সাত্তার।
এ ব্যাপারে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া জানান- আমরা সকল প্রতিকূল পরিস্থিতিতে বিএনপিতে ছিলাম। কিন্তু বিএনপি আমাদের কোন মূল্যায়ণ না করে রেদোয়ান আহমেদকে এলডিপি থেকে বিএনপিতে এনে কিভাবে মনোনয়ন দেয়? আমাদের নেতা শাওন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনে অংশ নিবে এবং বিজয়ী হবেন।
এদিকে, উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর ‘শাওন ভাই, শাওন ভাই’ শ্লোগানে মিছিল করে তারা নেতা-কর্মীরা। মিছিলটি চান্দিনা বাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মুক্তির লড়াই ডেস্ক : 























