ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিজ জেলায় নাগরিক সংবর্ধনা পেলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান Logo কয়রায় ৩২ কেজি হরিণের মাংস জব্দ Logo রূপগঞ্জে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ Logo নিকলীর ছেলে হিমেলের ইংলিশ চ্যানেল জয় Logo প্রাথমিকের বৃত্তি পরিক্ষায় অন্তভ্থক্তির দাবীতে শেরপুরে মানববন্ধন Logo প্রাথমিকের বৃত্তি পরিক্ষায় অন্তভ্থক্তির দাবীতে কালীগঞ্জে মানববন্ধন Logo কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের নিয়ে দিন ব্যাপী অ্যাডভান্স ওয়ার্কশপ অনুষ্ঠিত Logo সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ Logo নাশকতার আশঙ্কায় কঠোর অবস্থানে প্রশাসন Logo রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমেক হাসপাতালের সামনে অটোরিকশা পার্কিংয়ে যানজটে ভোগান্তি

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়।
বিপুল জনগোষ্ঠীর চিকিৎসার অন্যতম ভরসাস্থল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতালের সামনের সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

খোঁজ নিয়ে জানা যায়,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে রিকশা, অটোরিকশা,ব্যাটারিচালিত রিকশা, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন রকমের যানবাহন এ সড়কে চলাচল করে। হাসপাতালের সামনে যাত্রী ওঠানামা করে আবার বিভিন্ন যানবাহনের চালক যাত্রী পাওয়ার আশায় হাসপাতালের সামনে তাঁদের যানবাহন দাঁড় করিয়ে রাখেন। এসব কারণে হাসপাতালের জরুরি বিভাগ এবং আউটডোর টিকিট গেটের সামনের সড়কে যানজট লেগেই থাকে।

অন্যদিকে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে খালি জায়গায় বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দাঁড় করিয়ে রেখেও যানজট সৃষ্টি করে। বিভিন্ন সময়ে হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা এসব যানবাহন সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কার্যত তাঁদের চেষ্টা ব্যর্থ হয়। যানজট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি।

হাসপাতালের সেবা নিতে আসা অনেক রোগীর স্বজনেরা বলেন, শুধু রোগী নিয়ে আসার সময় নয়,অনেক সময় গুরুতর অবস্থায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তখনো হাসপাতাল থেকে রোগী বের করে অ্যাম্বুলেন্সে তোলার পর দেখা গেছে দীর্ঘ সময় হাসপাতালের সামনেই যানজটে আটকে থাকতে হয়। এসব কারণে সময়মতো রোগী যথাযথ চিকিৎসা না পাওয়ায় তাঁদের মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়।

হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসা দেবিদ্বারের নুরুন্নাহার বেগম বলেন, হাসপাতালের সামনের রাস্তায় জরুরি বিভাগের সামনে এবং প্রধান গেটের সামনে বিভিন্ন ধরনের যানবাহন এলোমেলো দাঁড়িয়ে থাকে। এ জন্য ওই দুই জায়গাকে কেন্দ্র করে আশপাশে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘপথ পাড়ি দিয়ে এসে হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগে পড়তে হয়।

সড়ক দুর্ঘটনায় আহত রোগী নিয়ে আসা চান্দিনা উপজেলার মনির হোসেন বলেন, ‘মহাসড়কের যানজট পেরিয়ে হাসপাতালের সামনে এসে আরও বড় যানজটে গুরুতর রোগী নিয়ে আটকে থাকতে হয়। রোগীর অবস্থা খারাপ হলেও যানজটের কারণে হাসপাতালে দ্রুত পৌঁছাতে পারি না।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শেখ ফজলে রাব্বি বলেন, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়র মহোদয় ও প্রশাসনের সাথে সমন্বয় করে ইউপি চেয়ারম্যানসহ সকলের সহযোগিতা নিয়ে গুরুত্বের সাথে যানজট নিরসনের চেষ্টা করব। তবে একাজে সকলের সহযোগিতা প্রয়োজন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় নাগরিক সংবর্ধনা পেলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান

SBN

SBN

কুমেক হাসপাতালের সামনে অটোরিকশা পার্কিংয়ে যানজটে ভোগান্তি

আপডেট সময় ০৫:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়।
বিপুল জনগোষ্ঠীর চিকিৎসার অন্যতম ভরসাস্থল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতালের সামনের সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

খোঁজ নিয়ে জানা যায়,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে রিকশা, অটোরিকশা,ব্যাটারিচালিত রিকশা, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন রকমের যানবাহন এ সড়কে চলাচল করে। হাসপাতালের সামনে যাত্রী ওঠানামা করে আবার বিভিন্ন যানবাহনের চালক যাত্রী পাওয়ার আশায় হাসপাতালের সামনে তাঁদের যানবাহন দাঁড় করিয়ে রাখেন। এসব কারণে হাসপাতালের জরুরি বিভাগ এবং আউটডোর টিকিট গেটের সামনের সড়কে যানজট লেগেই থাকে।

অন্যদিকে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে খালি জায়গায় বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দাঁড় করিয়ে রেখেও যানজট সৃষ্টি করে। বিভিন্ন সময়ে হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা এসব যানবাহন সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কার্যত তাঁদের চেষ্টা ব্যর্থ হয়। যানজট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি।

হাসপাতালের সেবা নিতে আসা অনেক রোগীর স্বজনেরা বলেন, শুধু রোগী নিয়ে আসার সময় নয়,অনেক সময় গুরুতর অবস্থায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তখনো হাসপাতাল থেকে রোগী বের করে অ্যাম্বুলেন্সে তোলার পর দেখা গেছে দীর্ঘ সময় হাসপাতালের সামনেই যানজটে আটকে থাকতে হয়। এসব কারণে সময়মতো রোগী যথাযথ চিকিৎসা না পাওয়ায় তাঁদের মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়।

হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসা দেবিদ্বারের নুরুন্নাহার বেগম বলেন, হাসপাতালের সামনের রাস্তায় জরুরি বিভাগের সামনে এবং প্রধান গেটের সামনে বিভিন্ন ধরনের যানবাহন এলোমেলো দাঁড়িয়ে থাকে। এ জন্য ওই দুই জায়গাকে কেন্দ্র করে আশপাশে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘপথ পাড়ি দিয়ে এসে হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগে পড়তে হয়।

সড়ক দুর্ঘটনায় আহত রোগী নিয়ে আসা চান্দিনা উপজেলার মনির হোসেন বলেন, ‘মহাসড়কের যানজট পেরিয়ে হাসপাতালের সামনে এসে আরও বড় যানজটে গুরুতর রোগী নিয়ে আটকে থাকতে হয়। রোগীর অবস্থা খারাপ হলেও যানজটের কারণে হাসপাতালে দ্রুত পৌঁছাতে পারি না।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শেখ ফজলে রাব্বি বলেন, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়র মহোদয় ও প্রশাসনের সাথে সমন্বয় করে ইউপি চেয়ারম্যানসহ সকলের সহযোগিতা নিয়ে গুরুত্বের সাথে যানজট নিরসনের চেষ্টা করব। তবে একাজে সকলের সহযোগিতা প্রয়োজন।