
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় রেজিয়া খাতুন (৪৮) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
নিহত রেজিয়া খাতুন জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের মৃত এনামুল হকের স্ত্রী।
আর গ্রেফতারকৃত হলো- একই উপজেলার মালগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও কানাড়ী গ্রামের মৃত ধনীবুল্লার ছেলে এনতাজুল (৪৪)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গতকাল সোমবার (২৭ মে) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামে জাহিরুল ইসলাম নামে এক ব্যক্তির আম বাগান থেকে রেজিয়া খাতুনের লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরবর্তিতে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, পরে তদন্ত করে দেখা গেছে এটি একটি হত্যাকান্ড। রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। সাত ঘন্টার মধ্যে এঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়। এ ছাড়া তিনি বিস্তারিত তুলে ধরেন সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য, গতকাল সোমবার (২৭) মে জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আম বাগানে রেজিয়া খাতুনকে গলায় কাপড় পেচিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে নিহতের ছেলে জুলফিকার আলী রুবেল বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























