ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে সিএমজি’র সাংস্কৃতিক কার্যক্রম

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৫:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

২৫ জুন, (বুধবার) রোমে, চীন- ইতালি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) একটি সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র প্রধান শেন হাই সিয়ং, ইতালির শিক্ষামন্ত্রী গিউসেপ্পে ভালদিতারা, ইতালি ফুটবল সমিতির প্রেসিডেন্ট গাব্রিয়েল গ্রাভিনা, ইতালিতে চীনা রাষ্ট্রদূত চিয়া কুই ত্য, ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী ফ্রান্সেস্কো রূতেল্লি, চীন-ইতালি সাংস্কৃতিক সহযোগিতা ব্যবস্থার ইতালীয় সমন্বয়কারী ও সাবেক সংস্কৃতিমন্ত্রী ম্যাসিমো ব্রে, এবং দু’দেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প, ক্রীড়া, গণমাধ্যম ও চলচ্চিত্র মহলের দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে, ‘ইতালি-চীন চলচ্চিত্র সপ্তাহ ২০২৫’ পালনের ঘোষণা দেওয়া হয়। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে সিএমজি, ইতালির বেশ কয়েকটি মূল ধরার গণমাধ্যমের সাথে ক্রীড়া অনুষ্ঠান সম্প্রচার, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশীদারিত্ব, প্রযুক্তিগত বিনিময় এবং শিল্প সহযোগিতা ও প্রতিভা প্রশিক্ষণ খাতে চুক্তি স্বাক্ষর করে।

আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের একজন উৎসাহী অংশগ্রহণকারী, সক্রিয় প্রবর্তক এবং শক্তিশালী যোগাযোগকারী হিসেবে সিএমজি, আনুষ্ঠানিকভাবে মিলান-কর্টিনা ডি’আম্পেজ্জো শীতকালীন অলিম্পিক প্রচারের অধিকার পেয়েছে। ২০২৬ শীতকালীন অলিম্পিকে ফিগার স্কেটিং, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ইভেন্টের জন্য আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল তৈরির জন্যও দায়িত্বশীল থাকবে সিএমজি। এটি বিশ্বের একমাত্র মিডিয়া সংস্থা যা এই শীতকালীন অলিম্পিকের জন্য ৮কে আল্ট্রা-হাই-ডেফিনেশন সিগন্যাল তৈরি করবে।

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে সিএমজি’র সাংস্কৃতিক কার্যক্রম

আপডেট সময় ০৫:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

২৫ জুন, (বুধবার) রোমে, চীন- ইতালি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) একটি সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র প্রধান শেন হাই সিয়ং, ইতালির শিক্ষামন্ত্রী গিউসেপ্পে ভালদিতারা, ইতালি ফুটবল সমিতির প্রেসিডেন্ট গাব্রিয়েল গ্রাভিনা, ইতালিতে চীনা রাষ্ট্রদূত চিয়া কুই ত্য, ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী ফ্রান্সেস্কো রূতেল্লি, চীন-ইতালি সাংস্কৃতিক সহযোগিতা ব্যবস্থার ইতালীয় সমন্বয়কারী ও সাবেক সংস্কৃতিমন্ত্রী ম্যাসিমো ব্রে, এবং দু’দেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প, ক্রীড়া, গণমাধ্যম ও চলচ্চিত্র মহলের দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে, ‘ইতালি-চীন চলচ্চিত্র সপ্তাহ ২০২৫’ পালনের ঘোষণা দেওয়া হয়। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে সিএমজি, ইতালির বেশ কয়েকটি মূল ধরার গণমাধ্যমের সাথে ক্রীড়া অনুষ্ঠান সম্প্রচার, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশীদারিত্ব, প্রযুক্তিগত বিনিময় এবং শিল্প সহযোগিতা ও প্রতিভা প্রশিক্ষণ খাতে চুক্তি স্বাক্ষর করে।

আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের একজন উৎসাহী অংশগ্রহণকারী, সক্রিয় প্রবর্তক এবং শক্তিশালী যোগাযোগকারী হিসেবে সিএমজি, আনুষ্ঠানিকভাবে মিলান-কর্টিনা ডি’আম্পেজ্জো শীতকালীন অলিম্পিক প্রচারের অধিকার পেয়েছে। ২০২৬ শীতকালীন অলিম্পিকে ফিগার স্কেটিং, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ইভেন্টের জন্য আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল তৈরির জন্যও দায়িত্বশীল থাকবে সিএমজি। এটি বিশ্বের একমাত্র মিডিয়া সংস্থা যা এই শীতকালীন অলিম্পিকের জন্য ৮কে আল্ট্রা-হাই-ডেফিনেশন সিগন্যাল তৈরি করবে।

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।