
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার সকালে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন আমু।
এসময় আমির হোসেন এমপি বলেছেন, কৃষি আমাদের দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। বাংলাদেশের কৃষি উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে আমরা জায়গা করে নিয়েছি। ধান, মাছ, মাংস, আম, পেয়ারা ও ছাগল উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি বলেন, শুধু দেশের মানুষের চাহিদা মেটানোই নয়, বিদেশে রফতানির লক্ষ্য নিয়ে কৃষির উন্নয়নে এগিয়ে যেতে হবে।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি’র উপ পরিচালক মো: মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আরিফ খান ও মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।
মুক্তির লড়াই ডেস্ক : 



























