
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ কর্তৃক “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) শীর্ষক প্রকল্পের অধীনে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক যন্ত্রচালক মেকানিকদের সদর সুবর্ণচরে দুই দিন করে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
(৯-১৩ অক্টোবর) সদর উপজেলার দক্ষিণ শুল্লুকিয়া, সুবর্ণচর উপজেলার আল-আমীন বাজার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ড. মো. শহীদুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ (অঞ্চল -৪), মাইজদী বাজার,নোয়াখালী এর সভাপতিত্বে
মোঃ আতাউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো. নূরুল আমিন, প্রকল্প পরিচালক এফএমডি প্রকল্প ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মেহেদী হাসান কৃষি প্রকৌশলী, এফএমপিই বিভাগ বারি, গাজীপুর ও ড. মিঞা মো. বশীর,ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ (অঞ্চল -৪) মাইজদী বাজার, নোয়াখালী।
এতে কৃষক যন্ত্রচালক মেকানিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৪০ জন প্রশিক্ষণার্থী।
উক্ত প্রশিক্ষণে বারি উদ্ভাবিত বারি বীজ বপন যন্ত্র, বারি রিপার সহ ১৮ ধরনের কৃষিযন্ত্রের উপর হাতে – কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 

























